Save On Travel and Hotels Shop All Deals Now! Vrbo

বান্দরবন ট্রাভেল গাইড। ২২০০ টাকায় বান্দরবন। Bandarban Travel Guide। Nilgiri। নীলগিরি। চিম্বুক পাহাড়





খরচের হিসাবটা ভিডিওতে তুলতে একটু ভুল হয়েছে।
সংশোধিত হিসাব

★বাস ভাড়া ৬২০+৬২০ = ১২৪০ টাকা
★চাঁদের গাড়ি ভাড়া = ৫০০ টাকা
★তিন বেলা খাবার = ৩০০ টাকা
★স্পটের টিকেট = ১৫০ টাকা
—————————————————————
মোট ২১৯০ বা ২২০০ টাকা মাত্র।

Bandarban । বান্দরবন । BANDARBAN BOGALAKE TRAVEL GUIDE । VISITING PLACE IN BANDARBAN

বান্দরবন ট্রাভেল গাইড। ২২০০ টাকায় বান্দরবন। Bandarban Travel Guide। Nilgiri। নীলগিরি। চিম্বুক পাহাড়

আমার ফেসবুক প্রোফাইল লিনকঃ

কক্সবাজার ঘুরার প্রথম পর্ব দেখার লিংকঃ

কক্সবাজার ট্রাভেল গাইডের দ্বিতীয় পর্বের লিংকঃ

নীলগিরি যাওয়া হোটেল বুকিং ও অন্যান্য:
নীলগিরি সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি পর্যটন স্পট। বর্তমানে নীলগিরির কটেজ গুলো এপ্রিলের ১৫ তারিখ পর্যন্ত সব বুকড করা আছে। আপনি ইচ্ছে করলে এর পরের জন্য বুকড করতে পারবেন। ভি.আই.পি নাম্বার–০১৯২৫৮৮২৩৩৮ শুধু মাত্র সেনাবাহিনী অফিসার ও উচ্চ পদস্থ সরকারী কমকর্তার জন্য।
সাধারন পর্যটকের জন্য বুকিং ব্যবস্থা
পেট্রো এভিয়েশন
৬৯/২, লেভেল–৪, রোড–৭/এ,  ধানমন্ডি, ঢাকা।
ফোন:
মনতোষ মজুমদার–০১৭৩০০৪৩৬০৩
হাসান সাহেদ–০১৭৩০০৪৩৬০৩।
কটেজ ভাড়া:
গিরি মারমেট: ৭৫০০ টাকা। (৮/১০ জন থাকতে পারবে)।
মেঘদূত: ৬৫০০ টাকা। (৮/১০ জন থাকতে পারবে)।
নীলাঙ্গনা: ৫৫০০ টাকা। (৪/৬ জন থাকতে পারবে ২ রুমে)
এখানে খাবার ব্রেকফাষ্ট+লান্স+ডিনার মিলে খরচ হবে দিনে ৫০০ টাকা জনপ্রতি এবং এটি অবশ্যই কটেজ বুকিং দেওয়ার সাথে খাবার বুকিংও দিতে হবে অন্যথায় কটেজে থাকতে হবে না খেয়েই।

কোথায় থাকবেন:
বান্দরবনে পর্যটন কর্পোরেশনের একটি হোটেল আছে মেঘলাতে। যার ভাড়া রুম প্রতি ৭৫০ হইতে ২০০০ টাকা পর্যন্ত। বুকিং ফোন:- ০৩৬১-৬২৭৪১; ০৩৬১-৬২৭৪২
হোটেল ফোর স্টার : এটি বান্দরবান বাজারে অবস্থিত। রুম ভাড়া সিঙ্গেল–৩০০ টাকা, ডাবল– ৬০০, এসি–১২০০ টাকা। বুকিং ফোন:-০৩৬১–৬৩৫৬৬, ০১৮১৩২৭৮৭৩১,০১৫৫৩৪২১০৮৯।
হোটেল থ্রী স্টার : এটি বান্দরবান বাস স্টপের পাশে অবস্থিত। নীলগিরির গাড়ী এই হোটেলের সামনে থেকে ছাড়া হয়। এটি ৮/১০ জন থাকতে পারে ৪ বেডের এমন একটি ফ্ল্যাট। প্রতি নন এসি ফ্ল্যাট–২৫০০ টাকা, এসি–৩০০০ টাকা। বুকিং ফোন:-০১৫৫৩৪২১০৮৯

অফ সিজনে আসলে কিছুটা ডিস্কাউন্ট পাবেন

#Bandarban
#নীলগিরি
#বান্দরবন..(read more)



CHECK OUT MORE: Travel Guides

EXPLORE: Top Travel Destinations

About the author: Travel News

Related Posts

Sightseeing Pass TripAdvisor